সাতক্ষীরার তালা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার রাস্তা তৈরির করার সময় প্রতিপক্ষের হামলা খালেক সরদার (২৬) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন। সোমবার (২২ জুলাই ) সকাল ৭টার সাতক্ষীরার তালা উপজেলার খেরশা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই রায়হান জানান, একই এলাকার জনাব আলীর ছেলে রহমান সরদারেরর সাথে দীর্ঘদিন যাবৎ ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। আমাদের ৪ শতাংশ জমির উপর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা তৈরি করার সময় সোমবার সকালে রহমত সরদার,তার স্ত্রী হালিমা বেগম বোন শরবানু ও নূরী বেগম বাঁশের লাঠি ও শাবল দিয়ে বেধড়ক হামলা চালায় এতে গুরুতর আহত হয় খালের সরদার,আব্দুর রাজ্জাক সরদার ও আনার চেীকিদার। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। এসময় খালেক সরদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খালেক সরদার নিহত হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a reply