সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ১৯ পিস ইয়াবাসহ আটক মো. আমিরুল হক এনাম নামের এক আইনজীবীসহ দুই জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ এ রায় দেন। আমিরুল হক এনামের সঙ্গে শহরের ইয়াবা ডন তাজ আলীকেও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আমিরুল হক এনামের বাড়ি সুনামগঞ্জের জগন্নথপুর উপজেলায়, সে জেলা ও দায়রা জজ আদালতের এপিপি। তাজ আলী শহরের বড়পাড়ার আহম্মদ আলী ছেলে। ইয়াবাসহ বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেল খেটেছিল সে।
জানা যায়, দীর্ঘ দিন ধরেই শহরের মোহাম্মদপুর এলাকায় বাসা নিয়ে আমিরুল হক এনাম মাদক সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে অ্যাডভোকেট মো. আমিরুল হক এনামের ভাড়া বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের বিষয়টি টের পেয়ে বাসা থেকে সহযোগীসহ পালিয়ে যায় আমিরুল। এসময় তার বাসা থেকে ১৯ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। পরে মোহাম্মদপুর এলাকার পার্শবর্তী আলীপাড়া সড়ক থেকে সহযোগী তাজ আলীসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
Leave a reply