গত মঙ্গলবার পান্থপথে ‘অপারেশন আগস্ট বাইট’ চলাকালীন সময়ে নিহত সাইফুল ইসলাম নব্য জেএমবি’র সদস্য ছিলেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগের কার্যক্রম তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশে বড় ধরনের কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।
১৫ আগস্ট নাশকতা তৈরীর জন্য সাইফুলের সহযোগী হিসেবে আরো কয়েকজন ছিলেন বলেও জানান তিনি। তাদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
নিহত জঙ্গির পরিচয় তার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে যানজট নিরসনে গত এক বছরে ডিএমপি’র বিভিন্ন পদক্ষেপের কথা্ তুলে ধরেন ডিএমপি কমিশনার।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply