গুজব ঠেকাতে শেরপুরে পুলিশের ইমাম সমাবেশ

|

ছেলেধরা আতঙ্ক, একটানা তিন দিন বিদ্যুৎ না থাকা সহ নানা গুজববিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুরে ইমাম সমাবেশ করেছে জেলা পুলিশ। ‘গুজবে বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ শ্লোগানে আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এই ইমাম সমাবেশ।

সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। সমাবেশে শুক্রবারের জুম্মার নামাজের খুতবা সহ বিভিন্ন সভা-সমাবেশে এলাকার মুসুল্লিদেরকে এ বিষয়ে সচেতনতামুলক বার্তা দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।

তাছাড়া জঙ্গিবাদ, মাদক, ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য ইমামদের অনুরোধ জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। কোন ধরনের ঘটনার সংবাদ জানার সাথে সাথে পুলিশকে জানাতে হবে।

সমাবেশে অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, পৌর ঈদগাহ মাঠের ইমাম আলহাজ্জ মাওলানা হযরত আলী, সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠের ইমাম, খতিব সহ ৯০০ শতাধিক অংশগ্রহণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply