গরুর দুধে স্বর্ণ আছে, মূত্র ক্যান্সার সারায়: ত্রিবেন্দ্র রাওয়াত

|

গরুর দুধে স্বর্ণ মিশ্রিত আছে এবং বর্তমানে শ্রী রাম ল্যাবের গবেষণায়ও এমনটাই পাওয়া গেছে দাবি ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের।

ত্রিবেন্দ্র বলেন, ঘীর গরুর দুধে স্বর্ণ আছে বলে সম্প্রতি শ্রী রাম ল্যাবের এক গবেষণায় পাওয়া গেছে।

তিনি বলেন, শ্রী রাম ল্যাব সম্প্রতি গবেষণা করে দেখেছে গরুর গোবর ও মূত্র শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলোকে সাহায্য করে।

ত্রিবেন্দ্রর ভাইরাল হওয়া এক ভিডিও তে দেখা যায় তিনি বলছেন, গরুর গায়ে মালিশ করার ফলে হাপানীর সমস্যা ভালো হয় এবং গরুর সান্নিধ্যে যক্ষ্মা ভালো হয়।

এসময় তিনি অধ্যাপক চৌহানের উদ্বৃতি দিয়ে বলেন, গরুর মূত্রে ক্যান্সার প্রতিরোধক ও ক্ষত সারানোর উপাদান রয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে উত্তরাখণ্ডের আইনসভায় গরুকে ‘জাতির মাতা’ উপাধি দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply