শিক্ষার্থী মৃত্যুর পর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আতঙ্ক মাত্রা ছাড়িয়েছে। মেডিকেল সেন্টারগুলোতে ভিড় শিক্ষার্থীদের। কোন কোন বিভাগ পরীক্ষাও বাতিল করেছে। কেউ কেউ ডেঙ্গু আতঙ্কে ছাড়ছেন হল। দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মশা নির্মূল আর ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে নানা ব্যবস্থা।
ইতোমধ্যেই হলে হলে ছিটানো হচ্ছে মশার ওষুধ। তারপরেও আতঙ্কে ঈদের ছুটির আগেই অনেকে ধরেছেন বাড়ির পথ। স্থগিত করা কোর্সের টার্ম পরীক্ষা।
তবে ডেঙ্গু আক্রান্তদের প্রকৃত সংখ্যা বেশি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫ জন। তবে একজন শিক্ষার্থীর মৃত্যুর পর এডিস মশা নির্মুলের বিষয়টিতে গুরুত্ব দেয়া হচ্ছে।
অপরদিকে ডেঙ্গুতে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আক্রান্ত অন্তত ২০। এসবের তথ্য নেই প্রশাসনের কাছে। নেই মশা দমনে কার্যকর উদ্যোগ।
ডেঙ্গু ইস্যুতে অনেক শিক্ষার্থী দাবি করছেন ক্যাম্পাস বন্ধ দেয়া হোক। তাতে সায় নেই কর্তৃপক্ষের।
Leave a reply