ফেরি ছাড়তে দেরি হওয়ায় মাঝ নদীতে ফেরিতে মৃত্যুবরন করা নড়াইলের কালিয়ার স্কুলছাত্র তিতাসের বাড়িতে চলছে শোকের মাতম। গত তিন দিনেও থামেনি স্বজনদের আহাজারি।
এদিকে তিতাসের এরকম মৃত্যুর প্রতিবাদে দায়ীদের বিচারের দাবিতে সোমবার সকালে ছাত্র ও শিক্ষকরা কালিয়া সদরে মানববন্ধন করেছে।
সকাল ১১ টার দিকে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, সহকারি শিক্ষক দেব কুমার ঘোষ, তরুন কান্তি মল্লিক, সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছমিন জনি প্রমূখ।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জেলার শিবচরের কাঠালবাড়ি যুগ্ম সচিব আবদুস সবুর-এর জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ায় কারণে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনার অভিযোগ উঠে । এরআগে গত বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতাস গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকায় আনা হচ্ছিল। কাঁঠালবাড়ি ঘাটে ভিআইপি পারাপারের জন্য ফেরি ছাড়তে তিন ঘণ্টা দেরি হয়। এরপর ফেরি ছাড়লেও মাঝ নদীতে মৃত্যু হয় তিতাসের।
Leave a reply