সাংবাদিকদের ‘অকারণে’ ছাঁটাই না করার জন্য গণমাধ্যম কর্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম ‘বিএসআরএফ’ কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে দুপুরে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী।
নবম ওয়েজবোর্ডের সুপারিশ মন্ত্রিসভায় যখন উঠতে যাচ্ছে, তার মধ্যেই সম্প্রতি বড় বড় পত্রিকায় ছাঁটাই চলার বিষয়টি বিএসআরএফ নেতারা তুলে ধরলে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের দক্ষতা অন্য পেশার চাকরীজীবিদের চেয়ে বেশি। অন্যান্য নিরাপদ পেশায় আরও ভালো বেতনে কাজ করতে পারতেন তারা। তাই অকারণে গণমাধ্যম কর্মীদের ছাঁটাই না করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের মালিকদের সাথে এরইমধ্যে তার আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Leave a reply