খুলেছে ডিএনসিসি অফিস

|

আনিসুল হকের মৃত্যুতে তিন দিনের শোক পালনের পর খুলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আর দীর্ঘ দিন পর সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে মেয়রের কক্ষ। পুরো কার্যালয়ের বিভিন্ন কক্ষ গণমাধ্যমকর্মীদের দেখান মেয়রের ব্যক্তিগত সচিব আবরাউল হাছান।

তিনি জানান, গত জানুয়ারিতে এই ভবনে স্থানান্তর করা হয় করপোরেশন কার্যালয়। আগের চেয়ে এই কার্যালয় এখন অনেক বেশি সাজানো গোছানো। সচিব বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কাজের একটি সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন মেয়র আনিসুল হক।

আবরাউল হাছান, মেয়র বলতেন- করপোরেশন অফিস সুন্দর না হলে জনগণ মেয়রের কাছে আসবে না। একথা মাথায় রেখেই আনিসুল হক ডিএনসিসি কার্যালয়কে নগরবাসীর কাছে শৈল্পিক রুপ দেয়ার চেষ্টা করেছেন বলে জানান সচিব।

গত ৪ আগস্ট লন্ডন সফরে অসুস্থ হয়ে পড়লে একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। সর্বশেষ গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় লন্ডনেই মারা যান আনিসুল হক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply