সাড়ে ১০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি

|

চুরি গেছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের ১০ কোটি ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য। সোমবার তথ্য হ্যাকিংয়ের অভিযোগে আটক করা হয়েছে একজনকে।

বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুরি যাওয়া তথ্যের মধ্যে ১০ কোটি গ্রাহক যুক্তরাষ্ট্রের এবং কানাডার রয়েছে বাকি ৬০ লাখ।

ক্যাপিটাল ওয়ান বলছে, গত ১৯ জুলাই তথ্য চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যেসব গ্রাহক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলো তাদের নাম, ঠিকানা এবং ফোন নম্বর হ্যাক হয়েছে। তবে কোন গ্রাহকের ক্রেডিট কার্ডের নম্বর হাতছাড়া হয়নি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply