শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করতে নেমছেন তামিম বাহিনী। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজে হেরে গেছে বাংলাদেশ। আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হবে টাইগারদের।
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে খেলছেন না মোস্তাফিজুর রহমান। তার পাশাপাশি মোসাদ্দেক হোসেনকেও রাখা হয়নি দলে। দুজনের জায়গায় দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান এনামুল হক।
টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক, মেহেদী হাসান, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
Leave a reply