টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার (৩১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হওয়ার কথা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ১৪৪ ধারা জারি করেন।
জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ একই সময়ে একইস্থানে প্রস্তুতিমূলক সভা ডাকে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।
শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আজ সকাল ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগে দুই গ্রুপ সভা ডাকে। একই সময়ে একইস্থানে সভা ডাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ আজ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Leave a reply