বাগেরহাটে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে পিটিয়ে হত্যা

|

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ভোর রাতে আ. সালাম সরদার (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এসময়ে ৪টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে নারী-শিশুসহ আরো অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার ভোর রাতে ছোট কুমারখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সালাম সরদার ছোট কুমারখালী গ্রামের মৃত এরফান উদ্দিন সরদারের ছেলে। আহতদের মধ্যে ৭ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানা পুলিশ জানায়, আজ (বুধবার) ভোর রাত ৩টার দিকে উপজেলার ছোট কুমারখালী গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারী-শিশুসহ অন্তত ১১ জনকে আহত করে। এসময়ে ৪টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। স্বজনরা আহতদের মধ্যে ৮ জনকে সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আওয়ামী লীগ কর্মী সালাম সরদারকে মৃত ঘোষণা করেন।

সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজনৈতিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply