ডেঙ্গু বিষয়ে প্রশাসন ব্যর্থ বলেই বিচার বিভাগ হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালত বলেন, তিনটি জেলা বাদে সব জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে অথচ ফেব্রুয়ারিতেই দুই সিটির সিইও-কে ডেকে সতর্ক করা হয়েছিলো।
আদালত বলেন, চিকিৎসার জন্য লন্ডনে থেকেও প্রধানমন্ত্রীকে সব বিষয়ে নির্দেশনা দিতে হচ্ছে। আদালত প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীকে যদি সব বিষয়ে নির্দেশনা দিতে হয় তাহলে প্রশাসনের বড় বড় টিমের কাজ কি? জনগণের টাকায় সব হয়, প্রশাসন ব্যর্থ হলেই জুডিশিয়ারিকে দেখতে হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় ক্ষোভ জানান আদালত।
Leave a reply