ডিএনসিসি’র মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়। আজ সোমবার বিকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন অনুযায়ী পদ শূন্য হলে  ৯০ দিনের মধ্যেই এ পদে নির্বাচন আয়োজন করতে হবে।

৩০ নভেম্বর  আনিসুল হকের মৃত্যুর কারণে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ১৬ ধারায় অনুযায়ী, মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে কোনো পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন হবে। উপনির্বাচনের বিজয়ী মেয়র বা কাউন্সিলররা বাকি মেয়াদে দায়িত্ব পালন করবেন।

দুই ভাগে বিভক্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২০১৫ সালে।  নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন আনিসুল হক।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply