ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

|

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষনা দেয়।

বিবৃতিতে দেশটির অর্থমন্ত্রী স্টিভ মানুচিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বেপরোয়া পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন জারিফ। এ কাজের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের অপরাধে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা অনুসারে দেশটিতে থাকা জারিফের সব সম্পত্তি কালো তালিকাভুক্ত করা হবে। এর পাশাপাশি এসব সম্পত্তির ওপর স্থগিতাদেশ বলবৎ থাকবে। সম্পত্তির সাথে সংশ্লিষ্টতা আছে এমন ব্যক্তিদের ওপরও কড়াকড়ি আরোপ করা হবে।

এর আগে, জুনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply