বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামীকাল শুক্রবার হজে যাচ্ছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
বিশ্বকাপের পর থেকেই ছুটিতে রয়েছেন সাকিব। নিজের ক্রিকেটে ফেরা প্রসঙ্গে জাতীয় দলের এ অলরাউন্ডার বৃহস্পতিবার বলেন, আগামীকাল শুক্রবার হজে যাচ্ছি ইনশাআল্লাহ। হজ শেষে দেশে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ আছে। আশা করছি ফিট থাকলে সেই সিরিজে খেলব।
গত বছর সৌদি সরকারের আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন সাকিব। এ বছর গর্ভধারিণী মা শিরীন আক্তারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা এ ক্রিকেটার।
সাকিব গেল বছর হজে যান সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। ফলে আর ১০ জনের মতো দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতো হাতেগোনা ৭-৮ দিন হজ পালন করেন তিনি।
তবে এ বছর নিজের মতো করে হজ করবেন সাকিব। সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে। ২ আগস্ট শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি।
Leave a reply