হুতিদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত?

|

Yemen's former President Ali Abdullah Saleh pauses during an interview with Reuters in Sanaa May 21, 2014. Other Yemeni officials may have looted public funds, but Saleh says he was not one of them and he has challenged his authorities to find one dollar acquired inappropriately and hold him to account. His critics in Yemen, an impoverished country of 25 million where 40 percent of the population live on less than $2 per day, accuse him of embezzling billions of dollars during his 33 years in power. Picture taken May 21, 2014. To match Interview YEMEN-SALEH/ REUTERS/Khaled Abdullah (YEMEN - Tags: POLITICS HEADSHOT PROFILE) - RTR3RV2N

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের সাবেক রাজনৈতিক মিত্র ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহের বাসভবনে হামলা করে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিপরীতধর্মী তথ্য পাওয়া যাচ্ছে।

অজ্ঞাত সূত্রের বরাতে সালেহের মৃত্যুর খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি ও তাসমিন নিউজ এজেন্সি। তবে সালেহের দল কংগ্রেস পার্টি জানিয়েছে, তিনি অক্ষত আছেন। তার মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে হুতিরা।

এদিকে রয়টার্স জানিয়েছে, আজ সোমবার ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের একটি বড় বাহিনী রাজধানী সানায় অবস্থিত সালেহের বাসভবনে হামলা করে। এসময় বন্দুকের গুলি ও বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে ভেতরে কারা অবস্থান করছিলেন বা হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি বার্তা সংস্থাটি।

সাবেক সৌদি মিত্র আলী আব্দুল্লাহ সালেহ গত দুই বছর ধরে হুতিদের সাথে মিত্রতা তৈরি করে প্রেসিডেন্ট আব্দে রাব্বু মনসুর হাদির সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। তবে গত দু’দিন আগে আকস্মিকভাবে আবারও পুরানো মিত্র সৌদির পক্ষে নিজের অবস্থান ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয় হুতিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply