নতুন করে আবার চীনের সাথে বাণিজ্যযুদ্ধ উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে চীনের ৩০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ হবে। বৃহস্পতিবার এক টুইটবার্তায় ট্রাম্প জানান- দু’দেশের প্রতিনিধিরা বাণিজ্য নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় নতুন শুল্ক। হুমকি দেন, ভবিষ্যতে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে শুল্কের হার। নতুন ঘোষণার ফলে স্মার্টফোন থেকে শিশুদের পোশাক পর্যন্ত নানা পণ্য আসবে শুল্কের আওতায়।
যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স বলছে, এ সিদ্ধান্তের কারণে চীনের তুলনায় মার্কিন প্রতিষ্ঠানগুলোই বেশি ভুগবে। বৃহস্পতিবার, নিম্নমুখী সূচকের মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়াল স্ট্রিটের লেনদেন।
Leave a reply