প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হলো রংপুর সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। সোমবার, সকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বণ্টন করে নির্বাচন কমিশন। বিকালে, নিজ নিজ প্রতীক বুঝে পান প্রধান রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা। এসময়, জয়ের ব্যাপারে নিজেদের প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন তারা।
সকাল আটটা থেকে শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ। একে একে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কাঙ্ক্ষিত প্রতীক নিয়ে ফিরে আসেন তারা।
দুপুরের পর থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে যান মেয়র প্রার্থীরা। সরফুদ্দিন আহমেদ ঝন্টু ‘নৌকা’, কাওসার জামান বাবলা ‘ধানের শীষ’ আর লাঙল প্রতীক বরাদ্দ পান মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া বাসদ ‘মই’, ইসলামী আন্দোলনের প্রার্থী ‘হাতপাখা’ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী পান ‘আম’ মার্কা। প্রতীক পাওয়ার পরই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা।
২১ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ। এর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
যমুনা অনলাইন: এফআর/টিএফ
Leave a reply