সাভার প্রতিনিধি:
বাস থামানোর জন্য আচমকাই ইমার্জেন্সি ব্রেক করলে দড়জার পাশের সিটে বসে থাকা শিল্পী আক্তার নামে এক যাত্রী বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন ওই নারী।
শুক্রবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় বাসচালক জাহিদ হাসানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিল্পী আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সোনার ঘর এলাকার মুন্সির মেয়ে। সে চট্টগ্রাম উত্তর হালিশহর চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করত।
পুলিশ জানায়, রাজধানী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নবীনগর যাওয়ার পথে সিএন্ডবি এলাকায় পৌঁছালে এক যাত্রী বাসটিকে থামানোর সংকেত দেয়। এসময় চালক বাসটি থামানোর জন্য ইমার্জেন্সি ব্রেক করে। এসময় বাসের গেটের পাশেই সিটে বসে থাকা ঐ নারী বাস থেকে ছিটকে নিচে পড়ে যায়। এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং যাত্রীবাহী বাসের চালক জাহিদ হাসানকে আটক করে।
এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
Leave a reply