খাগড়াছড়িতে ৮ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

|

খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে ভিজিএফ-এর চাউল বিতরণ করা হয়েছে। সকালে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এসময় পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের নেতা দিদারুল আলমসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা ভিজিএফ গ্রহণকারীদের প্রতি ডেঙ্গু প্রতিরোধে ও ছেলেধরা গুজব কান না দিয়ে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানিয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকলের মধ্যে সৌহাদ্যপূর্ণ সহবস্থান সৃষ্টির মাধ্যমে পাহাড়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। পাশাপাশি দেশের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিরা।

পরে ভিজিএফ-এর চাউল বিতরণ করা হয়। এবারে ৪ হাজার ৬শ’ ২৬ জন ভিজিএফ কার্ডধারীসহ পৌর এলাকার ৮ হাজার পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে ৮০ মে.টন চাউল বিতরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply