প্রথমবারের মতো কোরবানের পশুর হাট পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। শনিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
আসন্ন ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতির কথা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ কমিশনার জানান, প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম থাকবে। আগের মতো ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরাও থাকবে। এর পাশাপাশি এবার নতুন সংযোজন হলো ড্রোন। ড্রোন ব্যবহার করে হাটগুলো পর্যবেক্ষণ করা হবে।
সড়কে গরুবাহী ট্রাকগুলোকে তল্লাশির আওতার বাইরে রাখা হবে বলে জানান তিনি। ঈদ নগরীর নিরাপত্তায় পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখাসহ অন্যান্য সংস্থার সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম বিভাগকে অপেক্ষমাণ হিসেবে রাখা হবে বলেও জানান তিনি।
এসময়, পশু পরিবহন ও হাট ঘিরে চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ার জানান তিনি।
Leave a reply