ফেনীতে নতুন ডেঙ্গুরোগী ২৮ জন, চিকিৎসাধীন ৭৫ জন

|

ফেনী প্রতিনিধি:

ফেনীতে দিন দিন নতুন ডেঙ্গুরোগী সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘন্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। এছাড়া বর্তমানে ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেনীর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী সংখ্যা ৬২ জন। এরমধ্যে নতুন ২৮ জন। ফেনী ডায়াবেটিস হাসপাতালে নতুন ১ জনসহ ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিনোভা হাসপাতালে নতুন ২ জন রোগী চিকিৎসাধীন। ফেনী আলকেমী হাসপাতালে নতুন ৩ জনসহ ৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১জন রোগী চিকিৎসাধীন। ফেনীতে ভর্তির বেশীরভাগই ঢাকায় আক্রান্ত।

ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, ফেনীর জেনারল হাসপাতালের নতুন রোগীসহ এখন ৬২ জন চিকৎসাধীন রয়েছে। এই পর্যন্ত ভর্তি হয়েছে ১৩১ জন। ভালো হয়ে বাড়ি চলে গেছে ৫৮ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর ১১ জন। ফেনীতে আক্রান্ত ৬ জন।

তারা হচ্ছে ফেনী সরকারি কলেজের ছাত্র হাসান, ফুলগাজীর ১১ মাস বয়সি শিশু মো. হোসেন, ফুলগাজীর কিসমত বাসুড়া গ্রামের অরুপ দেবনাথ, দাগনভূঞা ২৩ মাস বয়সি শিশু জান্নাতুল মাওয়া, দাগনভূঞার জিহাদ ও সেনবাগের ফাহিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply