বান্দরবানে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

|

বান্দরবান প্রতিনিধি :

দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বান্দরবানেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ রবিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এঅভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিভিল সার্জন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, জেলা স্কাউটসসহ সচেতন নাগরিক অংশ নেয়।

অভিযানে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, ভাইস চেয়ারম্যান রাজু মং, স্কউটসসহ একটি দল বাজারের বিভিন্ন অলিগলিতে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি দোকান মালিকদের আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।

অপরদিকে জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার কারুজ্জান, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রুসহ স্কউটসদল ৭, ৮ নং ওয়ার্ড ও বাস স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায়। এসময় দলটি আল্ ফারুক স্কুলেও ফগার মেশিন দিয়ে মশক নিধন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply