পাহাড়েরর আঞ্চলিক একটি দলের পক্ষ থেকে রাঙামাটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিএনজি চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান রোমানকে হত্যার হুমকি ও চাঁদা দাবি করায় বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটির সিএনজি চালক সমিতি।
সমাবেশে বক্তারা দাবি করেন, গত ২ আগস্ট দুটি আলাদা নম্বর থেকে উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানের কাছ থেকে একটি আঞ্চলিক দলের পক্ষে চাঁদা দাবি করা হয়, চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
এসময় হুমকিপ্রদানকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও করেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বনরুপা পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অটোরিক্সা সমিতির সভাপতি পরেশ মজুমদার ও অন্যান্য বক্তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ব্য দিন দিন বাড়ছে, এরা সাধারন মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি কাউকে চাঁদা থেকে রেহাই দিচ্ছে না। আগে একটি গ্রুপ করে চাঁদা দিলে হতো আর এখন ৪টি গ্রুপকে চাঁদা দিতে হচ্ছে।
বক্তারা অবিলম্বে মোবাইলের সুত্র ধরে চাঁদাবাজকে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।
Leave a reply