কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়াতে সমর্থন কেজরিওয়ালের

|

কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলকে সমর্থন করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল।

রাজনৈতিক ক্ষেত্রে কেজরিওয়াল বিজেপি সরকারের কট্টর সমালোচক হলেও এবার কাশ্মির ইস্যুতে তিনি সমর্থন দিলেন সেই বিজেপি সরকারের সিদ্ধান্তকেই।

সোমবার এক টুইট বার্তাতে তিনি বলেন, কাশ্মির নিয়ে কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। আমরা মনে করি এতে ঐ রাজ্যে শান্তি ও উন্নয়ন ফিরে আসবে।

আজ সোমবার রাজ্যসভায় ভারত অধিকৃত কাশ্মিরকে দুইভাগে ভাগ করার প্রস্তাব করেছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই প্রস্তাবে সাথে সাথেই স্বাক্ষর করেন ভারতীয় রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ।

এরফলে লাদাখ ও জম্মু কাশ্মিরকে আলাদা আলাদা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। উভয় অঞ্চলই ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা শাসিত হবে। তবে জম্মু ও কাশ্মিরের নিজস্ব একটি আইনসভা থাকবে আর লাদাখের আইনসভা থাকবে না।

ধারণা করা হচ্ছে, রাজ্যসভা ও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠদের ভোটে বিলটি পাস হবে।

অমিত শাহ এ প্রস্তাব রাখার সাথে সাথে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। তাদের শোরগোলের মধ্যে অমিত শাহের বক্তব্য শোনা যাচ্ছিল না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply