যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ দু’জনের ফাঁসির আদেশ দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।
দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কালিহাতী উপজেলার হিন্নাপাড়া গ্রামের পুলিশ কনস্টেবল আব্দুল আলীম ও তার বন্ধু শামীম আল মামুন।
মামলায় বলা হয়েছে, ২০১২ সালে স্ত্রী সুমি আক্তারকে হত্যা করেন স্বামী আলীম। এসময় তাকে সহযোগিতা করেন শামীম। এ ঘটনায় নিহতের বাবা মামলা করেন। পরে পুলিশ থেকে বরখাস্ত করা হয় আলীমকে।
এদিকে কুষ্টিয়ায় মাদক মামলায় মো. শাহিনুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন।
Leave a reply