বন্যা কবলিত কৃষকের ঋণ মওকুফের দাবিতে মানববন্ধন

|

টাঙ্গাইল প্রতিনিধি
কৃষকের ধানের ন্যায্য মূল্য ও কৃষিঋণ মওকুফের দাবিতে মানববন্ধন ও কৃষি ব্যাংক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা কৃষক দল। এ উপলক্ষে আজ সোমবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এক মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় জেলা কৃষকদলের সভাপতি শ্যামল হোড় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা কৃষক দলের সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মোঃ আবুল কাশেম, কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খ. আনিছুর রহমান আনিছ প্রমূখ।

এসময় জেলা কৃষকদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, আজকে কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছেনা। বন্যায় হাজার হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষক এখন দিশেহারা, এমতাবস্থায় সরকারের কাছে কৃষকের কৃষিঋণ মওকুফের জোর দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply