ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

|

খুলনা জিআরপি থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে গৃহবধূর পরিবারের সদস্যরা।

জানা যায়, বেনাপোল থেকে খুলনাগামী ট্রেন থেকে গত শুক্রবার এক গৃহবধূকে আটক করে খুলনা জিআরপি থানা পুলিশ। রাতে গৃহবধূকে জিআরপি থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গণধর্ষণ করে। এর আগে তাকে মারধর করা হয়। পরদিন পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

এ ঘটনায় রোববার গৃহবধূ খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণের অভিযোগ করলে আদালত তার জবানবন্দি গ্রহণ করে ডাক্তারি পরীক্ষা সম্পন্নের নির্দেশ দেন। সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। আগামী ৩/৪ দিন ওই রিপোর্ট পাওয়া যাবে।

তবে জিআরপি থানার ওসি সকল অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ। আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply