হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আজিম উদ্দিন নামের দশম শ্রেণীর এক ছাত্র হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ক্লাস রুমে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে দ্রুত বিরামপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত আজিম উদ্দিন, কাটলা ইউনিয়নের বেনিপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের অবহেলার কারণে সময় মতো আজিম উদ্দিনকে হাসপাতালে নিতে না পারায় তার মৃত্যু হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য শিক্ষকদের কাছে মটর সাইকেল চাইলে তারা তা না দেয়ায় রিক্সাভ্যান যোগে আজিম উদ্দিনকে হাসপাতালে নেয়া হচ্ছিলো। কাটলা থেকে বিরামপুর হাসপাতালের দুরত্ব প্রায় ১২ কিলোমিটার বলে জানায় শিক্ষার্থীরা।
এদিকে এখবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা স্কুলটিতে ভাংচুর চালায় এবং শিক্ষকদের ৬টি মটর সাইকেলে আগুন ধরে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন, বিরামপুর থানা ওসি সোহেল রানা।
Leave a reply