ডাকাতের আক্রমণে গরু ব্যবসায়ী নিহত

|

গাজীপুর প্রতিনিধি:

রাজধানীর তুরাগের ধউর এলাকায় ডাকাত দলের হামলায় কলিম উদ্দিন নামের এক গরু ব্যবসায়ীর নিহত হয়। আহত হয় আরও ৮জন। এদের মধ্যে ৫জনকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় ডাকাত দল গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।

শনিবার রাত ৪টার দিকে এই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- নাটোর একই এলাকার হাবিব(২৪), আব্দুল মোমেন(৪০), মো. আব্দুল রাসেদ(৩৯), মো. বকুল আলী (২৩), মো. রতন (২৮), মো.খাজা মিয়া(৪৫), মো. মাহবুব (২৪) ও মো. আবুল হোসেন(৩২)।

আহত আব্দুল মোমেন জানান, নাটোর জেলা থেকে ২০/২৫জন গরু ব্যবসায়ীরা মিলে একসাথে গরু বিক্রি করার জন্য রাজধানীর রামপুরায় যায়। এদের মধ্যে গতকাল শনিবার রাতে গরু বিক্রির পর ৯জন নিজ জেলায় নাটোরের উদ্দেশ্যে রওনা হলে উত্তরার তুরাগের ধউর এলাকায় পৌঁছানোর পর সড়কের মাঝ পথে ডাকাতদল তাদের উপর হামলা করে। ৩০/৩৫ জনের ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গরু ব্যবসায়ীদের জখম করে। এ সময় ৮জন রক্তাক্ত জখম হয়। ঘটনাস্থলেই কলিম উদ্দিন নামের এক গরু বিক্রেতা নিহত হয়। ব্যবসায়ীদের কাছে থাকা প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। পরে, তুরাগ থানা পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply