রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে গত কয়েকদিনে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাঙামাটি জেনারেল হাসপাতালে এই পর্যন্ত ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন ৩০জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩জন এর মধ্যে ২জন ঢাকা থেকে আসা।ৎ
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত রাঙামাটি হাসপাতালে ভর্তি ছিলেন ৩০ জন। এর মধ্যে ২০জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন বাকি ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা দেয়া হচ্ছে। তারাও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারী বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।
Leave a reply