মহারাষ্ট্রে বাসায় বাসায় অভিযান চালিয়ে কোরবানির গরু উদ্ধার করলো পুলিশ

|

আগামীকাল সোমবার ঈদুল আজহায় কোরবানি দেয়ার জন্য গরু কিনেছিলেন ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের বেশ কিছু মুসলিম পরিবার। কোরবানির জন্য গরু রাখা হয়েছে খবর পেয়ে শহরের হযরত নাজিমুদ্দিন দরগা এলাকায় শনিবার অভিযান চালায় পুলিশ।

এসময় ওই বেশ কয়েকটি বাড়ি থেকে দুই ডজনের বেশি গরু উদ্ধার করা হয়, যেগুলো কোরবানির জন্য রাখা হয়েছিল। এ

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুরো আবাসিক এলাকাটি জুড়ে দাঙ্গা পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সশস্ত্রদের সদস্যদের ডাকা হয়।

স্থানীয় সিটি চক থানার ইনস্পেক্টর সাম্বাজি পাওয়ার বলেন, নির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালানো হয় এবং অবৈধভাবে রাখা বেশ কিছু ষাঁড় উদ্ধার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, কোরবানির দুই দিন আগে এমন অভিযানকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, যারা অবৈধভাবে গরু নিজেদের অধিকারে রাখছিলো তাদের একটি শক্ত বার্তা দিতেই অভিযান চালানো হয়েছে।

২০১৫ সালে প্রদেশটিতে গরু জবাই বেআইনি করে বিজেপি সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply