নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজশাহীতে চামড়া শিল্প এলাকা স্থাপনের প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সে অনুযায়ী নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই মেয়র সচেষ্ট হয়েছেন চামড়া শিল্প স্থাপনে সরকারি প্রক্রিয়া এগিয়ে নেয়ার কাজে। জমি খোঁজার কাজও শুরু হয়েছে। কিন্তু শুরুতেই এই পরিকল্পনা স্থানীয় পরিবেশকর্মীদের বিরোধিতার মুখে পড়েছে।
তাদের দাবি, কৃষিপ্রধান রাজশাহীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় চামড়া শিল্পাঞ্চল স্থাপন হবে আত্মঘাতী। তারা বলে, এতে কৃষি জমি, জীববৈচিত্র ও নদীর জন্য এই শিল্প দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে স্থানীয় পর্যায়ে চামড়া ব্যবসায় সম্পৃক্তদের মধ্যেও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
অন্যদিকে, সরকারি দলের শরিক দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহীতে চামড়া শিল্পনগরী স্থাপনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
যদিও মেয়রের দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করেই শিল্প স্থাপন করা হবে।
Leave a reply