শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসাপাতালের কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এই মুহূর্তে তিনি শঙ্কামুক্ত এবং আমরা তার উপরে নিবিড় লক্ষ রেখেছি।
অশীতিপর অভিনেতাকে আইসিইউতে রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষা থেকে জানা গিয়েছে, ওই অভিনেতা বয়সজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। তার দেহে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে গেছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তার বাবার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।
গত ছ’দশক ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন সফল চলচ্চিত্র অভিনেতা। এই বয়সেও নিয়মিত কাজ করছেন। সোমবার পর্যন্ত শুটিং করেছেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন ইভেন্টেও অংশ নিয়েছেন। ২০১১ সালে ‘দাদাসাহেব ফালকে’ এবং ২০১৮ সালে ফরাসি সরকারের ‘লিজিয়ন অফ অনার’ সম্মানে ভূষিত হয়েছেন সৌমিত্র।
Leave a reply