স্টাফ রিপোর্টার,নেত্রকোনা:
জাতীয় শোক দিবসের আগের দিন সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, উপজেলা প্রশাসন, ও সুশীল সমাজ এর নেতৃবৃন্দের অংশগ্রহণে স্থানীয় এমপি মানু মজুমদারের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে।
আর জন্মদিন উপলক্ষে নেত্রকোনা-১আসনের এমপি মানু মজুমদার এর পক্ষে বুধবার সন্ধ্যায় কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, ওসি মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি সাহাদাত হোসেন কাজল, মো. মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ, যুবলীগ এর সহ:সভাপতি পাভেল চৌধুরী প্রমুখ।
জন্মদিন অনুষ্ঠানে বক্তারা বলেন, শোকের মাস বিধায় ভক্তদের সাদামাটা ভাবেই তাঁর ৬৯তম জন্মদিন পালন করতে বলেছেন এমপি মানু মজুমদার। সেই সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ১৫আগষ্ট পালন করতে সকলকে অনুরোধ জানানো হয়।
নাম প্রকাশে একাধিক উপজেলা আওয়ামী লীগ নেতা জানান, আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হয়ে যারা শোকের মাসে ১৫ আগস্টের আগের দিন সন্ধ্যায় জন্মদিন পালন করে তারা আওয়ামী লীগের আদর্শ বিরোধী। বিষয়টি শুধু হাস্যকর বিষয় নয়, লজ্জাকর বিষয়ও বটে। পাশাপাশি এটা হলো বন্ধুর প্রতি অবমাননাও। যারা আওয়ামী লীগ করে তারা এধরণের কাজ করতে পারে না।
দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের মুঠোফোনে এবিষয়ে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।
Leave a reply