যুক্তরাষ্ট্রের দুই মুসলিম নারী আইনপ্রণেতার ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে এ কথা।
ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবের ইসরায়েল সফরের কথা ছিল আগামি রোববার। শুরুতে অনুমতি দেয়া হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে মত পরিবর্তন করে দেশটি।
বুধবার মন্ত্রীসভার সদস্যদের সাথে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জরুরি বৈঠকে নেয়া হয় এ সিদ্ধান্ত।
বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও ইহুদিদের ঘোর বিরোধী দুই নারী কংগ্রেস সদস্য। তাই তাদের সেদেশে প্রবেশের অনুমতি দেয়া হলে তা তেল আবিবের দুর্বলতা প্রকাশ করবে। ট্রাম্পর ওই টুইটবার্তার পরই নিষেধাজ্ঞার খবর জানানো হয় গণমাধ্যমকে।
Leave a reply