কোচ নিয়োগের পাশাপাশি ক্রীড়াঙ্গনে আরেকটি ‘হট টপিক’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ‘অবসর’ ইস্যু। বেশ কিছুদিন ধরে ফিটনেস ভালো যাচ্ছে না ম্যাশের। মাঠের পারফরমেন্সেও পড়েছে এর ছাপ। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ক্যারিয়ারের সবচেয়ে বিবর্ণ সময়টা পার করেছেন। তখন থেকেই অবসরের গুঞ্জন।
শোনা যাচ্ছিল, ম্যাশের জন্য ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে ঘটা করে ‘বিদায়ী ম্যাচ’ আয়োজন করতে চেয়েছিল বিসিবি। শনিবার বোর্ড সভাপতি নাজমুল আহসান পাপনের সাথে বিসিবিতে মিটিং করেন মাশরাফী। এরপর বোর্ড সভাপতি জানালেন, আমাদের পরবর্তী ওয়ানডে সিরিজ অনেক দেরি আছে। অবসরের সিদ্ধান্ত নিতে মাশরাফী ২ মাস সময় চেয়েছে। আমরা ওকে সময় দিয়েছে।
এছাড়া, কোচ বিষয়েও মাশরাফীর সাথে আলাপ হয়েছে বলে জানান পাপন। এর আগে সাকিবের সাথেও কোচ বিষয়ে আলাপ হয়েছে বলে জানান বোর্ড সভাপতি। সেই আলাপের প্রভাবেই কিনা নতুন হেড কোচ হয়ে এলেন রাসেল ডোমিঙ্গো!
আর একটা বিষয় পরিস্কার, আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফীর বিদায়ী ম্যাচের আয়োজন হচ্ছে না।
Leave a reply