হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। ৪১৮ জন মুসল্লি নিয়ে জেদ্দা থেকে রওয়ানা দিয়ে রাত ৯টার দিকে বিমান বন্দরে পৌঁছে বাংলাদেশ বিমানের ফ্লাইট।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের এই প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি ৩৫০২) স্থানীয় সময় ১১টা ৩৪ মিনিটে জেদ্দা বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
এরআগে দুপুরে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিরতি হজ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।
আজ থেকে হাজীদের দেশে ফেরা শুরু হলো। ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজী দেশে ফিরবেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
চলতি বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ১৫২ জন হজে গেছেন। এর মধ্যে ৭২ হজযাত্রী মারা গেছেন।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা দুটি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি এবং সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হয়েছে।
Leave a reply