জাবিতে সেলিম আল দীনের জন্মদিন পালিত

|

নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে রবীন্দ্রোত্তর শ্রেষ্ঠ নাট্যকার নাট্যার্চায সেলিম আল দীনের ৭০ তম জয়ন্তী ।

সকালে দিনটি উপলক্ষে ক্যাম্পাসের পুরান কলা ভবনের সামনে থেকে বের কর হয় শোভাযাত্রা। পরে তা তার সমাধিতে স্থলে গিয়ে শেষ হয়। এরপরই এ গুনী নাট্যকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। শ্রদ্ধা নিবেদন শেষে ছিল “উত্তর উপনিবেশবাদ, রাজনীতি এবং প্রজম্মান্তরে নাট্যচর্চা” বিষয়ক সেমিনার ও ‘মানুষের নাটক, নাটকের মানুষ’ বিষয়ে তথ্যচিত্র প্রদর্শনী।

১৯৪৯ সালের ১৮ই আগষ্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জম্ম গ্রহণ করেন সেলিম আল দীন । আর ২০০৮ সালের ১৪ই জানুয়ারী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply