প্রিয়া’র ঘরে নতুন অতিথি

|

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ‘প্রিয়া’ নামের একটি জিরাফ ফুটফুটে বাচ্চা প্রসব করেছে। বাচ্চার নাম দেয়া হয়েছে ‘সুপ্রিয়া’। শনিবার সকাল ১১টায় জিরাফ শাবকটির জন্ম হয়।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, নতুন এই জিরাফ জন্ম নেয়ার পর চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। এর আগে, জাতীয় চিড়িয়াখানায় গত মাসে একটি গাধা বাচ্চা দিয়েছে এবং আগামী মাসে একটি জেব্রার বাচ্চা দেয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, প্রিয়ার কোলে নতুন অতিথির খবর পেয়ে এল ১৪নং খাঁচার কাছে ছুটে যান চিড়িয়াখানার কিউরেটর ডা. এস এম নজরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিয়া ও তার শাবক ছাড়া অন্য জিরাফগুলো হচ্ছে- প্রিন্স, লাবণ্য, প্রভা, ছোট রাজা, বড় রানী বা ক্লিওপেট্রা। এর মধ্যে লাবণ্য অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা দেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply