নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সিপিডি’কে জরিমানা

|

ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় আর্থিক জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ রোববার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান চালানোর সময় এডিসের লার্ভার উপস্থিতি শনাক্ত করেন। এসময় সিপিডি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্প্রতি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যদিও হাইকোর্ট এবং সরকারের উচ্চ পদস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন, যথাসময়ে সিটি করপোরেশনগুলো সঠিক পদক্ষেপ না নেয়ায় এডিসের এত বংশ বিস্তার ঘটেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply