কাশ্মির নিয়ে মুখ খুলে ‘দেশ বিরোধী’ তকমা পেলেন সোনম!

|

কাশ্মির ইস্যুতে একটু রয়েসয়ে মুখ না খুললে ভারতে যে কেউ সমালোচিত হচ্ছেন। সেলেবদেরও ছেড়ে কথা বলছেন না সেখানকার নেটিজেনরা। সর্বশেষ উদাহরণ সোনম কাপুর। কাশ্মির পরিস্থিতি নিয়ে মন্তব্য করে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হলেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনমকে এ নিয়ে প্রশ্ন করা হলে সোনম বলেন, ৩৭০ ধারা নিয়ে তার খুব সুস্পষ্ট ধারণা নেই ৷ এটি একটি জটিল বিষয় ৷ যখন এই বিষয়ে কথা বলার মতো স্পষ্ট ধারণা হবে তখনই তিনি মুখ খুলবেন ৷

এই অবধি বললে সমস্যায় পড়তে হতো না নায়িকাকে ৷ কিন্তু সোনম আরও বলেন, তাদের পরিবারের শিকড় পাকিস্তানে ৷ ফলে তিনি আধা সিন্ধ্রি, আধা পেশোয়ারি ৷ সোনম এই কথা বলার পরেই তাকে ‘পাকিস্তানি’ বলে আক্রমণ শুরু করেন নেটিজেনরা ৷ তাকে ‘দেশ বিরোধী’ তকমাও দেওয়া হয় ৷ কেন তিনি পাকিস্তানে চলে যাচ্ছেন না সে প্রশ্নও তাকে সোশ্যাল মিডিয়ায় করা হয়?

এরপর টুইট করে নেটিজেনদের শান্ত হওয়ার আহ্বান জানান। লিখেছেন, “ঠাণ্ডাভাবে সব পরিস্থিতির মোকাবিলা করলে কোনোটাই সমস্যা হয়ে দাঁড়ায় না। কথার অপব্যাখ্যা মানেই বক্তা দোষী নন। বরং, নিজেকে ভালো করে চিনুন। তাহলেই রাস্তা খুঁজে পাবেন।”

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply