চীনের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোয় ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট বন্ধ

|

চীনের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে প্রায় এক হাজার অ্যাকাউন্ট, পেইজ ও গ্রুপ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার।

টুইটার কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক বিভেদ ছড়ানো হচ্ছিলো এমন অভিযোগে ৯৩৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া নজরদারিতে রাখা হয়েছে দুই লাখের বেশি অ্যাকাউন্ট।

আর ফেসবুক কর্তৃপক্ষ বলছে, সাইবার নিরাপত্তা নীতি থেকেই বন্ধ করে দেয়া হয়েছে বেশকিছু গ্রুপ এবং পেইজ।

এছাড়া যে কোন তদন্তে চীন সরকারকে সহায়তার আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে প্রায় ৫ মাস ধরে বিক্ষোভ করছে হংকংবাসী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply