তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় অস্বীকার করতে পারেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, যে গ্রেনেড যুদ্ধে ব্যবহার হয়, সে গ্রেনেড ব্যবহার হয়েছে রাজনৈতিক ময়দানে। জামাত-বিএনপি’র মদদ ছাড়া ২১ আগষ্টের ঘটনা ঘটতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সঙ্গেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত।
প্রধানমন্ত্রী বলেন, আগস্ট মাসটাই যেন আওয়ামী লীগের জন্য অশনি সংকেত।
তিনি বলেন, অন্য যে কোন সময় আওয়ামী লীগের সমাবেশে পুলিশ থাকলেও, ২১ আগস্ট কোন ধরণের নিরাপত্তা নিশ্চিত করেনি তৎকালীন সরকার। হামলায় বিএনপি জামাতের সরাসরি মদদের অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে কাজ শেষ করতে পারেননি, সে কাজ শেষ করার লক্ষ্যেই কাজ করছেন তিনি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য।
Leave a reply