দুর্নীতির মামলায় গ্রেফতার হলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী পি. চিদাম্বরম। ভারতেরসেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আজ তাকে গ্রেফতার করে।
এরআগে বুধবার তাকে রাত ১০টার সময় দক্ষিণ দিল্লির বাসা থেকে সিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখায় সিবিআই।
চিদাম্বরমকে সিবিআই কার্যালয়ে নেয়ার সময় ১৫-২০ সদস্যের একটি দল তার বাড়ির দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।
কংগ্রেস নেতা চিদাম্বরম ২০০৪ থেকে ২০০৮ এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
Leave a reply