সড়ক দুর্ঘটনায় ৩ ক্রিকেটার আহত

|

শ্রীলঙ্কার বিপক্ষে ইমার্জিং কাপের খেলা শেষে বিকেএসপি থেকে ঢাকা আসার পথে বাস দুর্ঘটনায় আহত হয়েছেন তিন ক্রিকেটার। সবাই সুস্থ আছেন তবে দুই জনকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দুই তিনদিনের মধ্যে সবাই মাঠে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন দেবাশীষ।

বুধবার বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে হারিয়ে সমতায় ফেরে বাংলাদেশ ইমার্জিং দল। তবে জয়ের সুখস্মৃতি নিয়ে ফেরার পথে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন কয়েকজন ক্রিকেটার। বাসে করে ঢাকা ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা। আহত হলেও বড় বিপদ থেকে বেঁচে গেছেন ক্রিকেটাররা। যদিও ১৫ জনের মূল দলের ক্রিকেটার না, এইচপির বাকি সদস্যরা আলাদা বাসে আসার সময়ই ঘটে দুর্ঘটনা।

দুর্ঘটনায় মাথায় আঘাত পান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান। বুকে চোট পেয়েছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। আর পেসার মানিক খান চোট পেয়েছেন পায়ে। আঘাত গুরুতর না হলেও জাকির ও মেহেদীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে দুই ক্রিকেটারকে।

বুধবার রাতে ঘটনার পরই সাভারে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। রাতেই ফিরে আসেন মিরপুরে বিসিবি একাডেমি ভবনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply