প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নিবে বিএনপি: মির্জা ফখরুল

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে বিএনপি। অন্যথায়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

শুক্রবার সকালে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও তার পরিবারকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। জিয়া পরিবারকে হেয় করতে এসব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সন্তানদের সৌদি আরবে শপিংমল ও কাতারে বাণিজ্যিক ভবনের মালিকানার যে তথ্য দিয়েছেন, সেটি নাকচ করে দিয়ে এটাকে সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন বলছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না। বেআইনি মিথ্যা তথ্য প্রচার বন্ধ করুন এবং এই মানহানিকর মিথ্যা তথ্য প্রচারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব।’

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply