কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পুরো রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারতীয় সেনারা। কারফিউ জারি করে সরকার। কিন্তু কাশ্মিরের একটি গ্রামে এখনো ভারতীয় সেনারা ঢুকতে পারেনি। ওই গ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ কাশ্মিরীদের হাতেই রয়েছে। তবে গ্রামের তিন পাশ থেকেই ঘিরে রেখেছে সেনারা।
ওই গ্রামের নাম সৌরা। গ্রামটি ‘কাশ্মিরী গাজা’ পরিচিত। ৩৭০ ধারা বাতিলের আগে সেখানে সেনা মোতায়েন শুরু হলে রুখে দাঁড়ায় গ্রামবাসী।
প্রবেশপথে বসে পাহারা দিচ্ছেন তরুণরা। গ্রামটির মসজিদের মাইকে স্বাধীনতার স্লোগান দেয়া হচ্ছে। টিনের পাত, কাঠের গুঁড়ি, তেলের ট্যাঙ্ক, কংক্রিটের পিলার ও মাটি খুঁড়ে রাস্তা বন্ধ রাখা হচ্ছে, যেন ভারতীয় সেনারা সেখানে ঢুকতে না পারে।
গ্রামের প্রবেশ পথে দিন-রাত পাহারা দিচ্ছেন যুবকরা। তাদের মধ্যে একজন মুফিদ। বার্তাসংস্থা এএফপিকে মুফিদ বলেন, তারা (ভারতীয় সেনারা) শুধুমাত্র আমাদের লাশের ওপর দিয়ে সৌরায় ঢুকতে পারে। আমরা ভারতকে আমাদের এক ইঞ্চি মাটিও দেব না। গাজায় যেভাবে ইসরায়েলকে প্রতিরোধ করা হচ্ছে, আমরা সেভাবেই আমাদের মাতৃভূমির জন্য সর্ব শক্তি দিয়ে লড়াই করবো।
সূত্র : এএফপি।
Leave a reply